ডায়রিয়া যেভাবে প্রতিরোধ করবেন
# স্যানিটারি পায়খানা ব্যবহার করুন। # স্যানিটারি পায়খানা না থাকলে মল মাটিতে পুঁতে ফেলতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বড়দের মল শিশু ও ছোট ছেলে মেয়েদের মলের তুলনায় বেশি ক্ষতিকর। প্রকৃতপক্ষে বড় ও ছোট উভয়ের মলই সমান ক্ষতিকর। এ কারণে ছোট ছেলে মেয়েদেরও পায়খানায় নিয়ে যেতে হবে। শিশু পায়খানায় না যেতে পারলে তার মল সাথে সাথে পরিষ্কার করে পায়খানায় ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে। # পায়খানা নিয়মিত পরিষ্কার করতে হবে। পায়খানা ভরাট হয়ে গেলে নিরাপদে মল নিষ্কাশন করতে হবে, যাতে...
Posted Under : Health Tips
Viewed#: 173
আরও দেখুন.

